আজকাল ওয়েবডেস্ক: বনমন্ত্রী রাজীবকে বিজেপিতে ডাকলেন শুভেন্দু। উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষালকেও বার্তা দিলেন তিনি।
অনেকদিন ধরেই দলে ‘বেসুরো’ রাজীব ব্যানার্জি। সরাসরি দল ছাড়ার ইঙ্গিত না দিলেও অনেক দিন ধরেই বিভিন্ন জনসভায় গিয়ে ক্ষোভ উগড়ে ঠারেঠোরে রাজীব বুঝিয়ে দিতে চেয়েছেন, তিনি খুশি নন! দলের সঙ্গেও দূরত্ব যে বেড়েছে, তা আকার–ইঙ্গিতেও বুঝিয়ে দিয়েছেন তিনি। এই পরিস্থিতির ফায়দা তুলতেই বুধবার চন্দননগরের জনসভা থেকে শুভেন্দু বলেন, ‘রাজীব বন্দ্যোপাধ্যায় এখন বেসুরো৷ আজ সকালে টিভিতে দেখলাম প্রবীর ঘোষালও বেসুরো৷ সবাইকে বলছি কর্মচারী হিসেবে থাকতে চাইলে তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানিতে থাকুন৷ আর সহকর্মী, সহযোদ্ধা, রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করতে চাইলে বিজেপি–তে আসুন৷’
সেই সঙ্গে সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছেলের প্রসঙ্গও টেনেছেন তিনি। জানিয়েছেন, রবীন্দ্রনাথ বাবুর ছেলে তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। এমনকী শীঘ্র বিজেপিতে যোগ দেওয়ার আশ্বাসও নাকি তিনি দিয়েছেন!
এ প্রসঙ্গে সিঙ্গুরের বিধায়ক বলেন, ‘'আমার ছেলে তাঁর নিজের ইচ্ছায় স্বাধীন ভাবে সিদ্ধান্ত নিয়েছে৷ এ বিষয়ে আমার কিছু বলার নেই৷ তবে আমার সঙ্গে শুভেন্দু অধিকারীর কোনও কথা হয়নি৷’
Aajkaal © 2017