আজকালের প্রতিবেদন: বিজেপি–র থেকে নিজেকে নিরাপদে রাখুন। এই বার্তা দিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছে। ১৪ লক্ষের বেশি মানুষ savebengalfrombjp.com ওয়েবসাইটটি দেখেছেন। ওদিকে ফেসবুক পেজে প্রায় ৯৩,৩২৩ জন সদস্য হয়েছেন। তারই ভিত্তিতে দলের তরফে বলা হয়েছে, ইতিমধ্যে ১০ লক্ষের বেশি মানুষ নিজেদের বিজেপি–র থেকে নিরাপদে রেখেছেন। দলের সদস্য হয়েছেন। এই প্রচারে যাঁরা শামিল হয়ে সদস্য হচ্ছেন, তাঁদের বয়স ১৮ থেকে ৩৫–এর মধ্যে। সোশ্যাল মিডিয়ায় দলের পক্ষ থেকে এও জানানো হয়েছে, বিচ্ছিন্নতাবাদী রাজনীতি শুরু করেছে বিজেপি। সন্ত্রাস করছে। মহিলাদের ওপর নির্যাতন করছে। নির্দিষ্ট সম্প্রদায়ের ওপর হামলার পরিকল্পনা করছে।
ইতিমধ্যে দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি ব্লকে বিজেপি–র বিরুদ্ধে ব্যাপক প্রচার করতে হবে। বিজেপি–র নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে। বহিরাগতরা অশান্তি করছে। সতর্ক থাকতে হবে। কোনও উসকানিমূলক প্ররোচনায় পা দেওয়া চলবে না। অশান্তি বাধিয়ে বিজেপি তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে। পারিবারিক কারণে খুন হলেও দায় চাপানো হচ্ছে তৃণমূলের ওপর। প্রতিটি ব্লকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন নিয়েও প্রচার করতে হবে। বোঝাতে হবে, আগামী দিনে বাংলায় আরও উন্নয়ন হবে। দলের বক্তব্য, বিজেপি–র এই ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবেন। বিজেপি–র থেকে নিজেদের নিরাপদে রাখবেন।
Aajkaal © 2017