আজকাল ওয়েবডেস্ক: বাংলাকে গুজরাত বানাতে চাইছে বিজেপি। এবার এই দাবি করলেন স্বয়ং বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাংলায় বেকারত্বের প্রসঙ্গ তুলে দিলীপ ঘোষের দাবি, চাকরির সন্ধানে বাইরের রাজ্যে যেতে হয় এখানকার ছেলেমেয়েদের। বাংলা গুজরাট হলে এখানেই তাঁরা কাজ পাবেন।
বারাসাতের এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, ‘আমরা বাংলাকে গুজরাট বানাতে চাইছি। দিদিমনি মাঝে মধ্যে বলেন, গুজরাট বানাবার চেষ্টা হচ্ছে। আমি, একশ’বার হচ্ছে। পশ্চিমবঙ্গকে গুজরাট বানাবো। আমাদের ছেলেরা এখানে চাকরি পাবে। কাউকে গুজরাট যেতে হবে না। আপনি টাটার কারখানা বন্ধ করে দিয়ে ভোট জিতবেন আর আমাদের ভিখারি হতে হবে? ওই টাটাই গুজরাটে গিয়ে কারখানা করেছে। ২৪ ঘন্টার মধ্যে জমি দিয়েছি আমরা।’
পাল্টা ফিরহাদ হাকিম বলেন, ‘গুজরাত-উত্তরপ্রদেশে এনকাউন্টারে মারা যায়। এখানে দুষ্কৃতীদের আদালতে হাজির করা হয়। কিন্তু ওখানকার নিয়ম, ওরা এনকাউন্টারে মেরে দেয় সেই জন্য আমরা বাংলাকে গুজরাত করতে দিতে চাই না। আর ওই ন্যানো কারখানাটাও বন্ধ হয়ে গেছে।’
Aajkaal © 2017