আজকাল ওয়েবডেস্ক: বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে খুন। ঘটনাটি ঘটেছে সোমবার নবমীর রাতে চুঁচুড়ার পোলবা থানার পাঁচরকি গ্রামে। মৃতের নাম পরিচয় জানা গিয়েছে। মৃত অভিজিৎ সরকার (২৮) চুঁচুড়ার রবীন্দ্রনগরের বাসিন্দা। একটি ওষুধের দোকানে কর্মরত ছিলেন অভিজিৎ। পরিবারের দাবি, নবমীর দিন রাতে কয়েকজন বন্ধু ঠাকুর দেখতে যাওয়ার নাম করে তাঁকে ডেকে নিয়ে যায়। তারপর আর বাড়ি ফেরেননি অভিজিৎ। স্থানীয় সূত্রে খবর, দশমীর দিন এলাকার একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয় অভিজিতের দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে অভিজিৎ–কে। যুবকের দেহ উদ্ধার হওয়ার পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে পোলবা থানার পুলিশ। নবমীর দিন রাতে যে বন্ধুদের সঙ্গে অভিজিত বেরিয়েছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
Aajkaal © 2017