আজকাল ওয়েবডেস্ক: একুশের ভোটের আগে বঙ্গ রাজনীতিতে নতুন দল। ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট’ নামে একটি দলের ঘোষণা করলেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। বৃহস্পতিবারই সাংবাদিক বৈঠক করে দলের নাম–পতাকা প্রকাশ্যে আনলেন তিনি।
আগামী ২১ জানুয়ারি নতুন দল ঘোষণার কথা আগেই জানিয়েছিলেন আব্বাস। সেই মতোই এদিন বিকেলে তিনি জানান, দলের চেয়ারম্যান করা হয়েছে পীরজাদা আব্বাস সিদ্দিকির ভাই নৌসাদ সিদ্দিকিকে। মূলত দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি এবং নদিয়ার একাংশে মুসলিম, দলিত এবং আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রার্থী দেওয়ার কথা ভাবছেন আব্বাস।
এছাড়াও আসন্ন বিধানসভা ভোটে জোট গড়ার লক্ষ্যে ইতিমধ্যেই বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালাচ্ছেন তিনি। কংগ্রেসের সঙ্গেও আব্বাসের আলোচনা অনেকটা এগিয়েছে বলে জানা গিয়েছে সূত্র মারফত। সম্প্রতি বাংলায় এসেছিলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। আব্বাসের সঙ্গে বৈঠক করে তিনি জানিয়েছিলেন, রাজ্যে আব্বাসের দেখানো পথেই ভোট প্রস্তুতি নেবে তাঁর দল। তার পরেই নতুন দল ঘোষণার কথা জানিয়েছিলেন ফুরফুরা শরিফের পীরজাদা।
Aajkaal © 2017