আজকালের প্রতিবেদন: নতুন চেহারায় গড়ে–ওঠা বালির রবীন্দ্রভবনের উদ্বোধন করলেন সমবায়মন্ত্রী অরূপ রায়। শুক্রবার সন্ধেয় এই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া–সহ হাওড়া পুর নিগমের একাধিক পদস্থ কর্তা ও প্রাক্তন কাউন্সিলর। পুর দপ্তরের উদ্যোগে প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক মানে গড়ে তোলা হয়েছে রবীন্দ্রভবনটি। ১৯৯০ সালে সূচনা হয়েছিল। ২০১৫ সালে বালি পুরসভা হাওড়া পুর নিগমের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই নতুনভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়। ৮ মাস সংস্কার চলে। এখানকার অডিটোরিয়ামে ৬১৬টি ও সেমিনার হলে ১০২টি আসন রয়েছে। সব ক’টিই পুশব্যাক। শীতাতপ–নিয়ন্ত্রিত এই প্রেক্ষাগৃহে নতুন অগ্নিনির্বাপণ ব্যবস্থা হয়েছে। পর্যাপ্ত জলের ব্যবস্থা রয়েছে। নকশাতেও আধুনিকতার ছোঁয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে সমবায়মন্ত্রী অরূপ রায়, বিধায়ক বৈশালী ডালমিয়া প্রমুখ। ছবি: কৌশিক কোলে
Aajkaal © 2017