আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে রেকর্ড করোনা আক্রান্ত। প্রতিদিন তৈরি হচ্ছে নতুন রেকর্ড। ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে করোনার গ্রাফ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৯০ জন। যা এই বছরে সর্বোচ্চ। অন্যদিকে একদিনে সুস্থ হয়েছেন ৮৬৭ জন। উদ্বেগ বাড়িয়ে মৃতের সংখ্যাও বেড়েছে রাজ্যে। গত একদিনে প্রাণ হারিয়েছেন ৮ জন। আক্রান্তের সংখ্যা দৈনিক সুস্থতার থেকে বেশি। শুধুমাত্র বেশি না, প্রায় তিনগুণ। যার ফলে ক্রমশ বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা।
এদিনও আক্রান্তের নিরিখে শীর্ষে কলকাতা, দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। গত একদিনে কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ৭২২ জন। উত্তর ২৪ পরগণা জেলায় আক্রান্ত হয়েছেন ৫৪৮ জন। এই পরিসংখ্যানে রীতিমতো উদ্বেগে চিকিৎসকেরা। নানা প্রান্তের মানুষ আসেন কলকাতায়। আর সেখানেই আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ হলে রাজ্যের গ্রাম-শহরতলিতেও করোনার ভয়াল থাবা গ্রাস করতে পারে বলে মনে করছেন চিকিৎসকেরা। আর সেই আশঙ্কা যে স্পষ্ট হচ্ছে তারই ইঙ্গিত মিলছে। হাওড়া হুগলি পশ্চিম বর্ধমান দক্ষিণ ২৪ পরগণা সহ একাধিক জেলাতে দৈনিক আক্রান্ত শতাধিক। তারমধ্যে রাজ্যে নির্বাচন। মিছিল-মিটিং, জমায়েত হচ্ছে অনবরত। এর জেরে রাজ্যের করোনা পরিস্থিতি হাতের নাগালের বাইরে যাচ্ছে। বুধবার পাওয়া পরিসংখ্যানে কলকাতাতেও যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা তা স্পষ্ট। রাজ্যে অ্যাকটিভ কেস বেড়ে ১৪ হাজার ২৯০। উল্লেখ্য, একদিনেই অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে দেড় হাজার।
Aajkaal © 2017