আজকালের প্রতিবেদন: সরকারি হাসপাতালের নার্স, স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করল রাজ্য সরকার। লকডাউনের জন্য বাস, ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। শহর ও শহরতলি থেকে যাঁরা যাতায়াত করেন তাঁদের জন্য বিশেষ বাস পরিষেবা সোমবার থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর। জীবন বাজি রেখে হাসপাতালে গিয়ে যাঁরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, তাঁদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, সেই জন্য এই ব্যবস্থা করা হল। প্রত্যেকটি হাসপাতালের জন্য আলাদা আলাদা বাস বরাদ্দ করা হয়েছে। বারাসত, ব্যারাকপুর, গড়িয়া, কামালগাজি, জোকা, হাওড়া, উল্টোডাঙা মিলিয়ে ১৫টি রুটের বাস দেওয়া হয়েছে। বাড়ির কাছাকাছি নামানো হচ্ছে স্বাস্থ্যকর্মীদের।
Aajkaal © 2017