আজকাল ওয়েবডেস্ক:‌ কামিন্দু মেন্ডিসের পর থারিন্দু রত্নায়েকে। অভিষেক টেস্টেই দু’‌হাতে বল করে চমকে দিলেন শ্রীলঙ্কার এই স্পিনার। শ্রীলঙ্কা–বাংলাদেশ টেস্টে এই ঘটনা ঘটেছে।


দু’‌হাতে সমান দক্ষতায় বল করতে পারেন ২৯ বছরের এই স্পিনার। গল টেস্টের দ্বিতীয় দিন পর্যন্ত থারিন্দু বল করেছেন ৪৯.২ ওভার। ১৯৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। খুব দারুণ হয়ত নয়। তবে প্রথম দিন বাংলাদেশকে বেশ চাপে ফেলে দিয়েছিল তাঁর বোলিং। ওপেনার শাদমান ইসলাম এবং তিন নম্বরে নামা মোমিনুল হককে আউট করেন তিনি। শ্রীলঙ্কার স্পিনার ডান হাতে করেন অফস্পিন। সমান দক্ষতায় স্পিন করাতে পারেন বাঁ হাতেও। টেস্টের প্রথম দিন নিজের ১৫.৫ ওভারে প্রথম বাঁ হাতে বল করতে শুরু করেন। তার আগে পর্যন্ত সব বলই করেছিলেন ডান হাতে। 


ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট ভাল পারফরম্যান্স থারিন্দুর। ২০১৫ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর অভিষেক হয় সিংহলিজ স্পোর্টস ক্লাবের হয়ে। ৭৩টি ম্যাচ খেলে পেয়েছেন ৩৩৭টি উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ২৬ বার। ম্যাচে ১০ উইকেট পাঁচ বার। সেরা বোলিং ৬৫ রানে ৯ উইকেট। ব্যাট করেন বাঁ হাতে।
এর আগে কামিন্দু মেন্ডিসকেও দু’‌হাতে বল করতে দেখা গেছে। গত আইপিএলেই তা দেখা গিয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলে অভিষেক হয়েছিল কামিন্দুর।