আজকাল ওয়েবডেস্ক: ঋষভ পন্থকে নিয়ে ‘ব্যস্ত’ হয়ে পড়েছেন শেন ওয়ার্ন। প্রায় রোজই ভারতীয় উইকেটকিপারকে নিয়ে কিছু না কিছু বক্তব্য পেশ করছেন কিংবদন্তি স্পিনার। গতকাল উইকেটের পেছনে বকবক করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন, আজ রসিকতা করলেন পন্থের সানগ্লাস নিয়ে।
ফ্লুরোসেন্ট সানগ্লাস পরে মাঠে নেমেছিলেন পন্থ। ও’ কিফের সঙ্গে কথোপকথনে ওয়ার্ন বললেন, এই চশমা পরে ঝালাই করা যাবে। তাতে সম্মতি জানালেন ও’ কিফও। ওয়ার্ন অবশ্য নিজের একটা অদ্ভুত কায়দার সানগ্লাস পরা ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাতে ঋষভকে ট্যাগ করে বেশ কয়েকটি হাসির স্মাইলি দিয়েছেন।
তৃতীয় টেস্টে ৯৭ রানের অনবদ্য ইনিংস খেলেছেন পন্থ। ঐতিহাসিক ম্যাচ ড্র রাখায় তাঁর সঙ্গে অবদান রেখেছিলেন চেতেশ্বর পুজারা, হনুমা বিহারী এবং রবিচন্দ্রন অশ্বিন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});