সংবাদ সংস্থা, মিউনিখ, ১২ আগস্ট- মেসুট ওজিল, সিড কোলাসিনাচ এখন কোথায়? কেউ বলতে পারছেন না। গত মাসে দুষ্কৃতীদের হামলার পর দু’জনেই নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বাড়ির সামনে ২৪ ঘণ্টার জন্য নিরাপত্তারক্ষী মোতায়েন করেছেন। ওজিল তো এতই উদ্বিগ্ন যে, বাড়িতে প্রহরী–কুকুর রেখেছেন।
আবার দুই দুষ্কৃতী দলের ঝামেলার জেরে টার্গেট হতে পারেন আশঙ্কা করছেন ওজিল। সেই আশঙ্কা আরও বেড়েছে বৃহস্পতিবার আর্সেনালের ফুটবলারের বাড়ির কাছ থেকে দু’জন সন্দেহভাজন গ্রেপ্তার হওয়ায়। শোনা যাচ্ছে, ওজিল এবং কোলাসিনাচের পরিবারকে অনলাইনেও হুমকি দেওয়া হচ্ছে। ওজিলের স্ত্রীকে তো মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে!
এই ঘটনার জেরে দুই ফুটবলার রবিবার ম্যাচ খেলেননি। পাছে মাঠেই হামলা হয়। ওজিল তো রীতিমতো গা–ঢাকা দিয়েছেন।
অন্যদিকে, সস্ত্রীক কোলাসিনাচ বাড়ি ছেড়ে চলে গিয়েছেন দেশের বাইরে। একটি সূত্র জানাচ্ছে, কোলাসিনাচ নাকি আর দেশে ফিরতে চান না। আর্সেনালের কোচ উনাই এমেরি বলেছেন, ‘প্লেয়ার আর তার পরিবারের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুই প্লেয়ারের সঙ্গে কথা বলেই আমরা যাবতীয় সিদ্ধান্ত নিচ্ছি।’
ওজিলের বাড়ির সামনে পাহারায় কুকুর। ছবি: টুইটার