আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় টেস্টে ভারতের দল নির্বাচন নিয়েও উঠেছে প্রশ্ন। প্রথম একাদশে হয়েছে তিন বদল। এসেছেন নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর ও আকাশ দীপ। তার মধ্যে প্রথমজন প্রথম ইনিংসে রান পাননি।
কুলদীপকে কেন খেলানো হল না তা নিয়ে ফের উঠেছে প্রশ্ন। ভারত দুই স্পিনার হিসেবে বেছে নিয়েছে জাদেজা ও ওয়াশিংটনকে। এখানেই সৌরভ গাঙ্গুলির প্রশ্ন, ‘আমি নিশ্চিত নই এই দু’জনই বর্তমানে ভারতের সেরা স্পিনার কিনা। ইংল্যান্ড টস জিতে কেন ফিল্ডিং নিল এটাও বেশ আশ্চর্যের। আমি তো মনে করব ইংল্যান্ড শুরুতে বোলিং নেওয়ায় ভারতের কাছ সেরা সুযোগ। চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে না। বোর্ডে বড় রান তুলুক শুধু।’
সুনীল গাভাসকারও দল নির্বাচন নিয়ে বিরক্ত। তিনিও স্পষ্ট করে দিয়েছেন, ‘কুলদীপকে কেন নেওয়া হল না এটাই বুঝতে পারছি না। এজবাস্টনে বল টার্ন করবে এটা সবাই বলছে। তারপরেও বাদ গেল কুলদীপ।’ সানি আরও বলেছেন, ‘ওয়াশিংটন কিংবা নীতীশ রেড্ডি রান না পেলে কী হবে। কারণ এই দু’জন কিন্তু স্পেশালিস্ট ব্যাটার নয়। শুধু বড় রান তুললেই তো হবে না। ২০ উইকেট নিতে হবে। কুলদীপকে না খেলানোটা ভুল হল।’
আর রবি শাস্ত্রী তো বুমরাকে না খেলানো নিয়েই তুলেছেন প্রশ্ন। শাস্ত্রীর কথায়, ‘সাত আটদিন বিশ্রাম পেয়েও বুমরাকে খেলানো হল না।’
এটা ঘটনা ঘরের মাঠে গত বছরের নিউজিল্যান্ড সিরিজ থেকেই ভারতের হার শুরু হয়েছে। টেস্টে হোয়াইটওয়াশ হতে হয়েছিল। তারপর বর্ডার গাভাসকার ট্রফিতে হার। এবার সিরিজে ০–১ পিছিয়ে। ইংল্যান্ড সিরিজ বড় ব্যবধানে হারলে কিন্তু গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে যাবে।
