আজকাল ওয়েবডেস্ক: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে ২০২৭ সালে ২ আগস্ট। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তো প্রায়শই হয়। কিন্তু এর বিশেষত্ব কী? ২ আগস্টের এই অসাধারণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের কিছু অংশের আকাশকে অন্ধকার করে দেবে। ৬ মিনিট ২৩ সেকেন্ড চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে আড়াল করে দেবে, যা পৃথিবীর উপর একটি নাটকীয় ছায়া ফেলবে। যাকে ‘গ্রেট নর্থ আফ্রিকান ইক্লিপস’ বলা হচ্ছে।
এই ঘটনাটি হবে ১৯৯১ থেকে ২১১৪ সালের মধ্যে পৃথিবী থেকে দৃশ্যমান দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এত দীর্ঘ সময় ধরে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং দৃশ্যমানতার কারণে, এই বিস্ময়কর মহাজাগতিক ঘটনাটি মহাদেশের লক্ষ লক্ষ মানুষ, আকাশ-পর্যবেক্ষক, বিজ্ঞানী এবং আলোকচিত্রীদের জন্য জীবনে একবার দেখা যায় এমন একটি অভিজ্ঞতা হবে। আগামী ১০০ বছর আর এই রকমের সূর্যগ্রহণের সাক্ষী থাকতে পারবে না পৃথিবীবাসী।
২০২৭ সালের সূর্যগ্রহণ, কী কারণে বিশেষ?
বিশেষজ্ঞরা ব্যাখ্যা করেছেন, বেশ কয়েকটি বিরল জ্যোতির্বিদ্যাগত পরিস্থিতি একত্রিত হয়ে এই অস্বাভাবিক দীর্ঘ সূর্যগ্রহণ হতে চলেছে। পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী স্থানে অর্থাৎ অপেলিয়নে থাকবে। এর ফলে সূর্যকে কিছুটা ছোট দেখাবে। চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছের বিন্দু, অর্থাৎ পেরিজিতে থাকবে, আকাশে আরও বড় দেখাবে। গ্রহণটি বিষুবরেখার কাছাকাছিও যাবে, যেখানে চাঁদের ছায়া পৃথিবীর পৃষ্ঠের উপর আরও ধীরে ধীরে সরে যাবে।
২০২৭ সালের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কোথা থেকে দেখা যাবে?
সূর্যগ্রহণটি পৃথিবীর বিশাল অংশ জুড়ে দৃশ্যমান হবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে শুরু হয়ে ক্রমশ পূর্ব দিকে অগ্রসর হবে।
পূর্বাভাস অনুযায়ী, চাঁদের ছায়া নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্য দিয়ে যাবে-
দক্ষিণ স্পেন এবং জিব্রাল্টার।
মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া এবং মিশর সহ উত্তর আফ্রিকার দেশ।
সৌদি আরব, ইয়েমেন এবং সোমালিয়া সহ মধ্যপ্রাচ্যের কিছু অংশ।
মিশরের লুক্সরে, পর্যবেক্ষকরা পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দীর্ঘতম সময়কাল উপভোগ করবেন, মধ্যাহ্নের ছয় মিনিটেরও বেশি সময় ধরে।

কোথায় পরিষ্কার আকাশ থাকবে?
লিবিয়া এবং মিশর-সহ গ্রহণের পথে থাকা বেশ কয়েকটি দেশে সাধারণত আগস্ট মাসে পরিষ্কার, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে। এর ফলে গ্রহণ দেখতে কোনও বাধার সৃষ্টি হবে না। অনেক অপেশাদার জ্যোতির্বিদ এবং পর্যটক ইতিমধ্যেই এই অঞ্চলগুলিতে অভিযানের পরিকল্পনা করছেন। কিছু ট্যুর অপারেটর আগে থেকেই সূর্যগ্রহণ-থিমযুক্ত প্যাকেজ অফার করে।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বিরলতম ঘটনা। একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অত্যন্ত নাটকীয় একটি বিষয়। এতে চাঁদ সম্পূর্ণরূপে সূর্যকে ঢেকে দেয়। চাঁদ যখন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে তখন তাকে বলা হয় পূর্ণগ্রাস। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে। অনেক সময়ে চাঁদ পৃথিবী এবং সূর্যের মধ্যে চলে আসে। এ কারণে সূর্য থেকে পৃথিবীতে আসা আলো কিছু সময়ের জন্য বাধাগ্রস্ত হয়। একেই সূর্যগ্রহণ বলা হয়। এই ঘটনাটি মহাকাশ থেকে দেখা গেলে পৃথিবীতে একটি বিশাল ছায়া দেখা যাবে, যা হবে চাঁদের ছায়া।
গত ৮ এপ্রিল চলতি বছরের প্রথম এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণ উপভোগ করেছেন বিশ্ববাসী। মূলত মেক্সিকো, আমেরিকা ও কানাডায় থেকে দেখা গিয়েছিল সূর্যগ্রহণ।
