আজকাল ওয়েবডেস্ক: স্ট্রেচারে সাদা চাদরে ঢাকা দেহ। চাদর নিচ দিয়েই দেহ খুবলে খাওয়ার চেষ্টা করছে একটা কুকুর। ২০ সেকেন্ডের সেই ভিডিও এখন ভাইরাল। দেখে শিউরে উঠছে নেট দুনিয়া। ঘটনাটা উত্তরপ্রদেশের সাম্ভাল জেলায়। সেখানকার সরকারি হাসপাতালে ঘটেছে এই কাণ্ড।
জানা গেছে, একটি দুর্ঘটনায় মারা গেছে কিশোরী। পথেই তার মৃত্যু হয়েছে, নাকি হাসপাতালে, জানা যায়নি। সেই কিশোরীর দেহর ওপরেই হামলা চালায় কুকুরটি। কিশোরীর বাবা চরণ সিং হাসপাতাল কর্তৃপক্ষের দিকে আঙুল তুলেছেন।
জানিয়েছেন, দেড় ঘণ্টা দেহ ফেলে রাখা হয়েছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ যদিও জানিয়েছে, সেখানে বহুদিন ধরেই কুকুরের উপদ্রব। পুরসভাকে জানানো হয়েছে। কাজ হয়নি। হাসপাতালের মুখ্য মেডিক্যাল সুপার ডা. সুশীল বর্মা জানিয়েছেন, মৃতার পরিবার দেহের ময়নাতদন্ত হোক, চায়নি। তাই সরকারি প্রক্রিয়া শেষ করে দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। তারা হয়তো কয়েক মিনিটের জন্য দেহ ছেড়ে চলে গেছিল। তখনই এই কাণ্ড।
তবে এই কারণে হাসপাতালের সাফাইকর্মী এবং ওয়ার্ডবয়কে সাসপেন্ড করা হয়েছে। ভিডিওটি পোস্ট করে দোষীদের শাস্তি চেয়েছে বিরোধী সমাজবাদী পার্টি।