আজকাল ওয়েবডেস্ক: ২০১৭ সালের ১১ ডিসেম্বর। ইটালির টাস্কানিতে গাঁটছড়া বেঁধেছিলেন অনুষ্কা আর বিরাট। রূপকথার সেই বিয়ের তিন বছর পেরিয়ে গেল। তৃতীয় বিবাহবার্ষিকীতে ইনস্টাগ্রামে বিরাটকে শুভেচ্ছা জানালেন অনুষ্কা শর্মা।
লিখলেন, ‘আমাদের তিন বছর এবং খুব শিগগিরই আমরাও তিন হয়ে যাব।’ সঙ্গে দু’জনের এক রোমান্টিক ছবি। বিরাট কোহলি এখন অস্ট্রেলিয়ায় ক্রিকেট ম্যাচে ব্যস্ত। আর অনুষ্কা মুম্বইতে। তাই সোশ্যাল মিডিয়াতেই পাঠালেন শুভেচ্ছা।
পাল্টা বার্তা দিলেন বিরাটও। বিয়ের একটি ছবি পোস্ট করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। লিখলেন, ‘তিন বছর এবং সারা জীবন একসঙ্গে থাকার পথে।’ নিমেষে দু’জনের পোস্ট ভাইরাল। আগস্টে পরিবারে নতুন সদস্য আসার কথা ঘোষণা করেছেন বিরাট এবং অনুষ্কা। জানুয়ারিতে মা হচ্ছেন অনুষ্কা। সেজন্য আগেভাগে বিসিসিআই–এর থেকে পিতৃত্বকালীন ছুটিও নিয়ে রেখেছেন বিরাট।
ছবি: অনুষ্কার ইনস্টাগ্রাম থেকে