আজকাল ওয়েবডেস্ক: নীলচে আলোয় হাসপাতালে শুয়ে পা-কাটা মানুষ। তার মুখে হাসি! এও আবার হয় নাকি! লক্ষ্য করলে দেখা যাবে, পাশেই রাখা রয়েছে পরিবারের ছবি, ওষুধপত্র। তবে এটা বাস্তবের চিত্র নয়। এটা আসলে হাইপার-রিয়্যালিস্টিক একটি কেক!
খুব ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে, পায়ের থেকে ছোট ছোট টুকরো তু্লে একটা প্লেটে সেগুলো সাজাচ্ছেন এক মহিলা। সেগুলোই নাকি খাওয়ার জন্য পরিবেশন করা হবে! সদ্য টুইটারে ভাইরাল হওয়া এই কেকের ছবি দেখে রীতিমতো থ হয়ে গিয়েছেন নেটিজেনরা।
তবে এমন আজব কেক এই প্রথম যে জনসম্মুখে এসেছে তাই নয়। বর-বউ, খেলার সরঞ্জাম, বিউটি প্রোডাক্টসের মতো দেখতে কেক আজকাল অনেকেই বানান। এমন রিয়্যালিস্টিক কেক বানিয়ে ইতিমধ্যেই সুনাম কুড়িয়েছেন ব্রিটিশ বেকার বেন কুলেন। এখন নাকি তাঁকে 'দ্য বেক কিং' বলেই ডাকেন সকলে। ভাইরাল হলেও, এমন ভয়ানক দেখতে কেক খেতে আগ্রহ প্রকাশ কিন্তু কেউই করছেন না।