আজকাল ওয়েবডেস্ক: ঘরে চকচকে নতুন পর্দা। ঝকঝকে আসবাব। ফুল দিয়ে সাজানো খাট। ফুলশয্যার সেই খাটে লাল শাড়ি–গয়না পরে একাই বসে রয়েছেন নববধূ। অপেক্ষায়। যাঁর অপেক্ষায় বসে রয়েছেন, তিনি তখন একটু দূরে কম্পিউটারের সামনে। মাউস হাতে স্ক্রিনে কী দেখছেন। তাঁরও গায়ে সোনালি রংয়ের বিয়ের পোশাক। মাথায় সোনালি পাগড়ি–টুপি। এই ছবিই এখন ভাইরাল।
দেখে হাসির রোল নেটদুনিয়ায়। কেউ আবার বলছেন, ইস্, বেচারা! ছবি নিয়ে একের পর এক মিমও তৈরি হচ্ছে। ক্যাপশনে লেখা হচ্ছে, ‘হোল্ড অন বেব’। যে যাঁর মতো একের পর এক অজুহাত জুড়ে দিচ্ছেন। কেউ লিখেছেন, ‘হোল্ড অন বেব, শিফটটা শেষ করে নিই।’ এক জন লিখেছেন, ‘হোল্ড অন বেব, টুইটারে সার্চ হিস্ট্রি ডিলিট করতে দাও একটু।’ আর এক জন আবার লিখেছেন, ‘হোল্ড অন বেব, টুইটারে নোটিফিকেশন আগে দেখে নিই।’
তবে বেশিরভাগ নেটিজেন একমত, এটাই হচ্ছে ওয়ার্ক ফ্রম হোমের কুপ্রভাব। প্রযুক্তিরও বলা যেতে পারে। বাস্তবের থেকে মানুষ ভার্চুয়াল জগতেই বেশি আনন্দ খুঁজছে। দেখে উদ্বেগ প্রকাশ করেছেন সমাজবিজ্ঞানীরাও।
ছবি: টুইটার থেকে