আজকাল ওয়েবডেস্ক: বেশ কয়েকটি পুরনো মডেলের হ্যান্ডসেটে তাদের পরিষেবা বন্ধ করছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়্যাটসঅ্যাপ। যার মধ্যে রয়েছে আইফোনের কয়েকটি মডেলও। হোয়্যাটসঅ্যাপের প্রযুক্তিগত উন্নতির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে এখনই নয়। এই কাজ শুরু হবে ২০২০ সাল থেকে। কোন কোন হ্যান্ডসেটে বন্ধ হবে হোয়্যাটসঅ্যাপ পরিষেবা? তার তালিকাও প্রকাশ করা হয়েছে। তালিকায় রয়েছে আইফোন থ্রিজি, আইফোন থ্রিজি এস, আইফোন ফোর, গুগল নেক্সাস ওয়ান, স্যামসাং গ্যালাক্সি এস, এইচটিসি ডিজায়ার এইচডি, এইচটিসি ওয়াইল্ডফায়ার, এইচটিসি ওয়াইল্ডফায়ার এস, সোনি এক্সপেরিয়া এক্স টেন, সোনি এক্সপেরিয়া এক্স টেন।