আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের জন্য সুখবর। ২০২১ সালের বেনামি সম্পত্তি আইনে বাজয়োপ্ত করা ১০০০ কোটির সম্পত্তি ছেড়ে দিল আয়কয় দপ্তর। বেনামি সম্পত্তি ট্রাইবুনাল অজিত এবং তাঁর পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দেওয়ার পরেই সম্পত্তি ছেড়ে দিল আয়কর দপ্তর। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার কয়েক দিনের মধ্যেই এই সিদ্ধান্ত স্বভাবতই স্বস্তির নিঃশ্বাস ফেললেন অজিত।
অজিতের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে ট্রাইব্যুনাল বলেছে, "অজিত পাওয়ার বা তাঁর পরিবার বেনামি সম্পত্তির জন্য তহবিল স্থানান্তর করেছেন এমন কোনও প্রমাণ নেই। শুধু অজিত নন, সুনেত্রা পাওয়ার এবং পার্থ পাওয়ার বেনামি সম্পত্তি অর্জনের জন্য তহবিল স্থানান্তর করেছেন এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।" ট্রাইব্যুনালে শুনানিতে অজিত ও তাঁর পরিবারের আইনজীবী প্রশান্ত পাতিল জানান, তাঁর মক্কেলদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির কোনও আইনি ভিত্তি নেই। তাঁরা কোনও ভুল করেনি। সম্পত্তি অধিগ্রহণের লেনদেনের সমস্ত নথি রয়েছে।
বেআইনি সম্পত্তি মামলায় ২০২৩ সালের অক্টোবর মাসে অজিত পাওয়ারে বোনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল আয়কর দপ্তর। ওই বছরই নভেম্বর মাসে অজিতের পাঁচটি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এর মধ্যে একটি কো-অপারেটিভ চিনির কারখানা ছাড়াও রয়েছে মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে নির্মল টাওয়ার, গোয়ার একটি রিসর্ট, দিল্লির একটি অফিস এবং বাড়ি। এগুলি ছাড়া ২৭টি জমিও বাজেয়াপ্ত করেন আয়কর কর্তারা।
