যজ্ঞেশ্বর জানা,হলদিয়া: রাত গভীর হলেই ফাঁকা এটিএম–এ বেজে উঠছে সাইরেন। অথচ চারিদিকে কেউ কোথাও নেই। প্রথমে স্থানীয় বাসিন্দারা ভেবেছিলেন চোর–ডাকাত এটিএম ভাঙার চেষ্টা করছে। সাইরেন শুনেই তাই বাড়ি থেকে ছুটে বেরিয়ে এসেছিলেন তাঁরা। কিন্তু এ কী শুনশান রাস্তা চারিদিকে কেউ কোথাও নেই। চোরেরা পালিয়ে গিয়েছে ভেবেছিলেন তাঁরা। কিন্তু পরেরদিনও ঘটল একই কাণ্ড।
একদিন দু’দিন নয় এভাবে প্রায় প্রতিদিনই রাত ১০টা পরেই বেজে উঠছে সাইরেন। কারণটা চিন্তার না বিড়ম্বনার সেটা বুঝে নিতে হবে আপনাদেরই।
নিরাপত্তার স্বার্থেই হলদিয়ার মাখনবাবু বাজারের এই এটিএমে এই সাইরেন বাজার কারণটা বড় অদ্ভুত। ঝড়–বৃষ্টির রাতে নিরাপদ আশ্রয়ের জন্য গুটিকয়েক গরু এসে হাজির হয় এই এটিএমের সামনে। তার জেরেই বেজে উঠতে শুরু করে সাইরেন। অত্যাধুনিক প্রযুক্তির এই বিড়ম্বনায় এখন অতিষ্ট মাখনবাবু বাজারের বাসিন্দারা।