অভিজিৎ চৌধুরি, মালদা, ৮ জুলাই- সম্পত্তি হাতিয়ে নিয়ে বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ছেলের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন বৃদ্ধ। হরিশ্চন্দ্রপুর থানার বাজারমোড় এলাকায়। অসহায় ওই বৃদ্ধ এখন যেখানে–সেখানে আশ্রয়ের জন্য ঘুরে বেড়াচ্ছেন। নিজের বাড়িতে থাকার অধিকার ফিরে পেতে পুলিশকে আর্জিও জানিয়েছেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, পেশায় দুধ বিক্রেতা ছিলেন হরিশ্চন্দ্রপুর ১ গ্রাম পঞ্চায়েতের ডেলিবাজার মোড় এলাকার বাসিন্দা শান্তলাল ঘোষ (৮০)। বয়সের ভারে এখন কাজ করতে পারেন না। কয়েকদিন আগেই তঁার ছেলে পবন কুমার ঘোষ তাঁকে তাঁর বাড়ি থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ। ওই বৃদ্ধের বাড়ি ও জমি কৌশলে ছেলে নিজের নামে লিখিয়ে নিয়েছে বলেও অভিযোগ উঠেছে।
শান্তলাল দাস বলেন, ‘বয়সের ভারে এখন আর কাজ করতে পারি না। ভেবেছিলাম ছেলে আমাকে বুড়ো বয়সে দেখবে। কিন্তু তা আর হল না। যাকে কোলে পিঠে করে মানুষ করলাম, সেই সন্তানই আজ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। জোর করে আমার সব সম্পত্তি ছেলে নিজের নামে করে নিয়েছে। আমি এখন অসহায়, তাই আমাকে খেতেও দিত না। অত্যাচার চালাত। এরপর বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। এই অবস্থায় কোথায় যাব, কী করব বুঝে উঠতে পারছি না।’
বিষয়টি নিয়ে হরিশ্চন্দ্রপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেফালী দাস জানিয়েছেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে, সেটাই আশা করব। তবে ওই বৃদ্ধকে বাড়িতে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।’ যদিও এব্যাপারে অভিযুক্ত ছেলে পবন কুমার ঘোষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখার পাশাপাশি ওই বৃদ্ধকে তাঁর বাড়িতে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।
বাড়িছাড়া হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অসহায় বৃদ্ধ। ছবি: প্রতিবেদক