আজকাল ওয়েবডেস্ক: ভূমিকম্পন অনুভূত হল উত্তরবঙ্গের বেশকিছু এলাকায়। সন্ধ্যে ছ’টা আঠারো মিনিট নাগাদ মৃদু কম্পন টের পাওয়া গিয়েছে জলপাইগুড়ি ও কোচবিহারের বেশ কিছু অঞ্চলে। আলিপুরদুয়ারেও মৃদু কম্পন টের পেয়েছেন স্থানীয়রা। কম্পনের মাত্রা রিখটার স্কেলে পাঁচ। ভূমিকম্পের কেন্দ্র অসমের বঙ্গাইগাঁও। কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ি থেকে বেরিয়ে এসেছেন এইসমস্ত এলাআকার বাসিন্দারা। জানা যাচ্ছে, তাঁরা এখনও রাস্তায় ভিড় করে রয়েছেন। এলাকা জুড়ে তৈরি হয় তীব্র আতঙ্ক। আবার যদি ভূমনিকম্প হয়, তাহলে বাড়ির ভিতরে থাকলে বিপদ। রাস্তায় দাঁড়িয়ে তাঁরা অপেক্ষা করছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।