নিজস্ব সংবাদদাতা: জি বাংলার 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকের পাশাপাশি এবার স্টার জলসার নতুন ধারাবাহিক 'তেঁতুলপাতা'য় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনেতা নীল চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে, এই ধারাবাহিকে ইতিবাচক চরিত্রে দেখা যাবে নীলকে।

'তেঁতুলপাতা'য় প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায় এবং ঋতব্রতা দে-কে। বহুদিন পর একটি পারিবারিক কমেডি কাহিনি দেখা যেতে চলেছে ছোট পর্দায়। যৌথ পরিবারের আনন্দ, মজা, দুষ্টুমি খারাপ লাগা সবকিছু ঘিরেই স্টার জলসার এই নতুন ধারাবাহিক। গৌরবের কাকার ছেলের চরিত্রে অভিনয় করছেন নীল। খুব ভাল মনের একজন মানুষ, হাসিখুশি, পরিবারের অন্যতম মিষ্টি সদস্য - শোনা যাচ্ছে এমন একটি চরিত্রেই দেখা যাবে নীলকে।

এই মুহূর্তে জি বাংলার 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে অরুণাভর চরিত্রে অভিনয় করছেন নীল, যা সম্পূর্ণ নেতিবাচক একটি চরিত্র। তাই এবার থেকে একই সঙ্গে দুই ধারাবাহিকে নেগেটিভ এবং পজিটিভ চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। এর আগেও এই দুই ধরনের চরিত্রেই দেখা গিয়েছে নীলকে এবং নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে প্রত্যেকটি চরিত্রই বিশ্বাসযোগ্য করে তুলেছেন তিনি। প্রসঙ্গত 'তেঁতুলপাতা' ধারাবাহিকের মাধ্যমে সাত বছর পর স্টার জলসার পর্দায় ফিরতে চলেছেন এই অভিনেতা। ২০১৭-য় 'মেম বউ' ধারাবাহিকে শেষবার স্টার জলসার পর্দায় দেখা গিয়েছিল নীলকে।