আজকাল ওয়েবডেস্ক: বোমা ফাটালেন রঘুরাম রাজন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর এবং সংসদীয় দলের কাছে ‘হাই প্রোফাইল’ প্রতারণা মামলাগুলির একটি তালিকা তিনি পাঠিয়েছিলেন। কিন্তু আদৌ সরকার সেই তালিকা এবং সংশ্লিষ্ট প্রতারণার ঘটনাগুলির ব্যাপারে গুরুত্ব দিয়ে কোনও কাজ করেছিল কী না, সেটা তাঁর জানা নেই। এই সংসদীয় দলের শীর্ষে ছিলেন বিজেপির প্রবীণ নেতা মুরলীমনোহর জোশী।
রাজনের কথায়, ‘আমি গভর্নর থাকাকালীন বড়সড় আর্থিক প্রতারণা রুখতে রিজার্ভ ব্যাঙ্কের তরফে একটি নজরদারি কমিটি গড়েছিলাম। প্রধানমন্ত্রীর দপ্তরে সম্ভাব্য প্রতারকদের তালিকা পাঠিয়ে তাদের মধ্যে অন্তত দু’–একজনকে আটক করার পরামর্শও দিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সেই তালিকা নিয়ে কী করা হল কিংবা আদৌ কিছু করা হল কি না, কিছুই জানতে পারিনি। আমার মনে হয় ওই তালিকাকে আপৎকালীন তৎপরতায় গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিৎ ছিল।’ নীরব মোদি, মেহুল চোকসি, বিজয় মালিয়াদের নাম না করলেও রঘুরাম রাজনের ইঙ্গিত সেদিকেই বলে অনেকে মনে করছেন। রাজন আরও বলেন, ‘একজনকেও গ্রেপ্তার করা হয়নি। দোষীরা ভয় পাবে কেন? এটা যে শুধু হতাশাজনক, তাই নয়, দুর্ভাগ্যজনকও বটে।’