আজকাল ওয়েবডেস্কঃ করোনা ভাইরাসের গ্রাসে গোটা বিশ্ব। ভারতেও থাবা বসিয়েছে মারণ এই ভাইরাস। ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা 600 ছাড়িয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সেজন্য দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্ধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ও। এই পরিস্থিতিতে পঠন-পাঠন শেষ করাই এখন মূল চ্যালেঞ্জ। আর তাই এবার শিক্ষাবর্ষের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। ইতিমধ্যে এই মর্মে নির্দেশিকাও পৌঁছে গিয়েছে সমস্ত রাজ্য সরকার এবং ইউজিসি, সিবিএসই, আইসিএসই বোর্ডের কাছে। তাতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে শিক্ষাবর্ষের সময় পরিবর্তন নিয়ে অবিলম্বে সিদ্ধান্ত নিতে হবে।