আজকাল ওয়েবডেস্ক: ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। ‘বহিরাগত’ বিজেপি–র বিরুদ্ধে ২০২১ বিধানসভা নির্বাচনে এটাই মন্ত্র তৃণমূলের। আর এই স্লোগান নিয়েই তৃণমূলকে কটাক্ষ করে প্রকাশিত হয়েছে একটি মিম। সেই মিম শেয়ার করে কাঠগড়ায় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এক জন মহিলার সম্পর্কে তিনি কীভাবে এসব বললেন, উঠছে সেই প্রশ্ন। তবে তিনি দমলেন না। পাল্টা যুক্তি, তাঁরও দুই মেয়ে রয়েছে। তাই এসব শেখাতে হবে না তাঁকে।
কী রয়েছে মিমে? মমতার একটি ছবি। পাশে হিন্দিতে লেখা, ‘আমি বাংলা মেয়ে।’ নীচে অমিত শাহর ছবি। পাশে লেখা, ‘মেয়ে পরের ধন। এই বার বিদায় করে দেব।’ এই মিম শেয়ার করেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। বিষয়টির তুমুল সমালোচনা করেন তৃণমূলের নেতা–মন্ত্রীরা।
তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন লেখেন, ‘লজ্জা’। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার টুইট, ‘আপনার মতো জনপ্রতিনিধি এ ধরনের পুরুষতান্ত্রিক মতামত দিলে দেশের মহিলা কল্যাণ নিয়ে আমি সত্যিই চিন্তিত।’
বাবুল সুপ্রিয় অবশ্য ক্ষমা চাওয়ার পথে হাঁটেননি। পাল্টা ফেসবুকে লিখেছেন, তৃণমূলের নেতারা দেউলিয়া হয়ে গিয়েছে। মা–মেয়েদের সঙ্গে তাঁর ভালো ব্যবহার, সুসম্পর্ক দেখে আসলে ‘দিদির লোকেরা হীনমন্যতা’য় ভুগছে। এখানেই থামেননি বাবুল। লিখেছেন, ‘এটা সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল পোস্ট। আমি তৈরি করিনি। এটা আমার মতামতও নয়। আমার দু’টো মেয়ে রেয়েছে। তাই তৃণমূল বা সিপিএম–কংগ্রেসকে বোঝাতে হবে না নারী বিদ্বেষ কী।’
.@SuPriyoBabul ji, I am extremely worried about the state of women's affairs in this country if public representatives like you endorse such chauvinist views.
— Dr. Shashi Panja (@DrShashiPanja) February 27, 2021
STUNNED and SHOCKED to see how deep and wide sexism runs in @BJP4India leaders!! #BanglaNijerMeyekeiChay pic.twitter.com/XWoUdRenOw