আজকাল ওয়েবডেস্ক: বিদেশে থাকা স্বামীর সঙ্গে ফোনে কথা বলতে ব্যস্ত বধূ বসে পড়লেন জোড়া সাপের উপর। তৎক্ষণাৎ সাপের ছোবল। এবং তার ফলে মৃত্যু। অস্বাভাবিক এই ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উত্তর প্রদেশের গোরখপুরের রিয়ানভ গ্রামে। গীতা সিং যাদব নামে ও মহিলার স্বামী জয় সিং যাদব কর্মসূত্রে থাইল্যান্ড থাকেন। বুধবার রাতে বিদেশে স্বামীর সঙ্গে ফোনে কথা বলছিলেন গীতা। কোনওফাঁকে তাঁদের শোওয়ার ঘরে ঢুকে পড়েছিল সাপ দুটি। ফোনে ব্যস্ত গীতা খেয়ালই করেননি নকশাকাটা জংলা ছাপ বিছানার চাদরের উপর বসে থাকা সাপ দুটিকে। কথা বলতে বলতে সাপের উপরই বসে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে ছোবল মারে সাপ দুটি। আর্তনাদ শুনে বাড়ির অন্য সদস্যরা ছুটে গিয়ে অজ্ঞান গীতাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে সাপ দুটিকে গীতার বাড়ির লোকজন পিটিয়ে মেরে ফেলেন। এই ঘটনায় পশু চিকিৎসকরা আক্ষেপ প্রকাশ করে বলেছেন, সাপ দুটি সঙ্গমে লিপ্ত ছিল, যেসময় গীতা তাদের উপর বসে পড়েন। সেজন্যই রেগে গিয়ে ছোবল মেরেছিল সাপ। মানুষদের সাপ সম্পর্কে আরও সচেতন হতে আবেদন করেছেন পশু চিকিৎসকরা।