আজকাল ওয়েবডেস্ক: মদ্যপ অবস্থায় বহুবার নিজের মা, বোন ও ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ। সহ্য করতে না পেরে মদ্যপ ছেলেকে মেরেই ফেলল তার পরিবার। এই অভিযোগে পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করল পুলিশ।
মধ্যপ্রদেশের দাতিয়াতে ঘটেছে এই ভয়াবহ ঘটনা। দাতিয়া পুলিশের সাব ডিভিশনাল অফিসার গীতা ভরদ্বাজ জানিয়েছেন, ২৪ বছরের ছেলের সম্পর্কে জিজ্ঞাসাবাদে পরিবারের সদস্যরা জানায় যে তারা তাদের ছেলেকে খুন করেছে। ১২ নভেম্বর গোপালদাস পাহাড়ি এলাকা থেকে উদ্ধার হয় সেই ছেলের দেহ।
গীতার কথায়, ‘ময়নাতদন্তে দেখা গিয়েছে ছেলেটিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। দেখা গিয়েছে, সে মদ্যপ ছিল এবং তাকে নিয়ে তীব্র ক্ষোভ জন্মেছিল তার পরিবারের মধ্যে। জেরায় পরিবারের লোকেরা জানিয়েছেন, নিয়মিত নিজের মা, বোন ও ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ করত ছেলেটি। সেই কারণেই তাকে খুন করেছে পরিবার।’
মৃত যুবকের বাবা জানিয়েছেন, ১১ নভেম্বর তার ছেলে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে তার ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ করার চেষ্টা করে। তাঁর কথায়, ‘এর আগেও বহুবার ও এমন করেছে। তাই এইবার আমরা ওকে মেরে ফেলেছি। তারপর দেহ ফেলে দিয়ে আসি গোপালদাস পাহাড়ে।’ পুলিশ মৃতের বাবা, স্ত্রী, ছোট ভাই ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে। চারজনকেই বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত।