আজকাল ওয়েবডেস্ক: ফের প্রাক্তন জোটসঙ্গির দিকে ক্ষোভ উগরে দিল শিবসেনা। নিজেদের মুখপত্র ‘সামনা’য়। সেখানে কটাক্ষ, বিরোধী শাসিত রাজ্যগুলোকে রোখার জন্য সরকার ভেবেছে সিবিআই আর ইডি–কে ব্যবহার করা যাবে। তাদেরও বীরত্ব দেখানোর সুযোগ দেওয়া হোক। তাদের বরং এবার সীমান্তে পাঠানো হোক। পাশাপাশি কৃষক আন্দোলন দমনের জন্য কেন্দ্রের পদক্ষেপেরও তুমুল সমালোচনা করা হয়েছে।
সামনায় লেখা হল, বল্লবভাই প্যাটেলের মূর্তি উন্মোচনের সময় মোদি এবং শাহ বলেছিলেন, তিনি ব্রিটিশদের বিরুদ্ধে বহু কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। ‘তাঁর মূর্তি এখন নিশ্চয়ই কাঁদছে। কৃষকদের সঙ্গে কেমন আচরণ হচ্ছে সেসব দেখে।’
এর পর সেনা বিধায়ক প্রতাপ সরনায়েকে বিরুদ্ধে সিবিআই তদন্ত নিয়ে খোঁচা দেওয়া হল প্রতিবেদনে। লেখা হল, ‘দিল্লিতে আমাদের কৃষকদের সন্ত্রাসবাদী বলা হচ্ছে। অথচ জম্মু ও কাশ্মীর সীমান্ত দিয়ে সন্ত্রাসবাদী ঢুকছে। এ সময় সিবিআই আর ইডি–কেই সীমান্তে পাঠানো উচিত।’
হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার অভিযোগ তুলেছেন, আন্দোলনকারী কৃষকরা নাকি শিখ বিচ্ছিন্নতাবাদী সংগঠনের স্লোগান দিচ্ছে। মহারাষ্ট্রের শাসকদল শিবসেনার মতে, এসব বলে আসলে বিজেপি পাঞ্জাবে রাজনীতি করতে চাইছে। এর ফলে ভেঙে পড়বে দেশ।