আজকাল ওয়েবডেস্ক: ধাক্কা দিয়ে গণফৌজের এক জওয়ানকে দূরে সরিয়ে দিচ্ছেন। চীন সেনার জবরদস্তি অনুপ্রবেশ রুখতে নিরস্ত্র অবস্থাতেই ছুটে যাচ্ছেন। পূর্ব লাদাখের গালোয়ানে ভারত ও চীনের সেনাদের মধ্যে সঙ্ঘর্ষের একটি ভিডিও সামনে আসতেই রাতারাতি নায়ক হলেন মণিপুরের সেনাপতি জেলার এক সেনা অফিসার।
গত সপ্তাহেই চীন সেনার তরফে জানানো হয়েছে, জুন মাসে ঘটে যাওয়া গালোয়ান সঙ্ঘর্ষে গণফৌজের পাঁচ জওয়ান ও সেনা অফিসারের মৃত্যু হয়েছে। দুই সেনার মধ্যে একাধিক সঙ্ঘর্ষেরও ভিডিও সামনে আসে। তার পরই আলোকবৃত্তে উঠে আসেন ১৬ নম্বর বিহার রেজিমেন্টের ক্যাপ্টেন সইবা মানিংবা রঙনামেই। সেনা অফিসারের সাহসিকতার প্রশংসা করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী কীরেণ রিজ্জু।
মুখ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, ‘চীনা গণফৌজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নেতৃত্ব দিচ্ছেন মণিপুরের সেনাপতি জেলার ক্যাপ্টেন সইবা মানিংবা রঙনামেই। আপনার সাহসিকতায় আমরা গর্বিত।’
Meet Capt. Soiba Maningba Rangnamei from Senapati District, Manipur of 16 Bihar, leading his men in Galwan during the confrontation against the Chinese PLA. The valour you have shown while standing up for the Nation has made all of us proud. pic.twitter.com/YUuyGzWtaa
— N.Biren Singh (@NBirenSingh) February 20, 2021