আজকাল ওয়েবডেস্ক: শান্তিপূর্ণ ট্রাক্টর মিছিল রূপ নিল হিংসায়। প্রাণ গেল এক আন্দোলনকারী যুবকের। পুলিশের ওপর হামলা করলেন কৃষকরা। পাল্টা লাঠি চালাল পুলিশও। সাধারণতন্ত্র দিবসে এই হিংসার নিন্দা করছে কেন্দ্র বিরোধী দলগুলোও। যারা এতকাল কৃষকদের পাশে ছিল। এবার এই হিংসা নিয়ে মুখ খুলল আপ। তবে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার জন্য দায়ী করল কেন্দ্রকেও।
এত দিন কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে দিল্লির আপ সরকার। কিন্তু এদিন বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘আজকের প্রতিবাদে যে হিংসা দেখা গেল, তার তীব্র প্রতিবাদ করছি। দুঃখের বিষয়, যে কেন্দ্র সরকার এভাবে পরিস্থিতি খারাপ হতে দিল। গত দু’ মাস ধরে এই আন্দোলন শান্তিপূর্ণ ছিল।’
আপ–এর তরফে আরও বলা হয়েছে, ‘কৃষক নেতারা বলেছেন, যারা এদিন হিংসা ছড়িয়েছে, তারা আন্দোলনের অংশ নয়, বহিরাগত। তারা যেই হোক, এই হিংসা আন্দোলনকে দুর্বল করল, যা এতদিন ধরে সুশৃঙ্খল, শান্তিপূর্ণভাবে হচ্ছিল।’
Aam Aadmi Party's statement on today's #FarmersProstests pic.twitter.com/ymwLKfI330
— AAP (@AamAadmiParty) January 26, 2021