আজকাল ওয়েবডেস্ক: সিকিমের নাকু লা–য় মুখোমুখি ভারত–চীন সেনা। সংঘর্ষও বেঁধেছিল দু’পক্ষের মধ্যে। এবার সেই চীনের আগ্রাসন নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। তাঁর কটাক্ষ, ‘চীন ক্রমাগত ভারতে জমি দখল করছে। আর মিস্টার ৫৬ ইঞ্চি গত এক মাসে একবারও চীনের নাম মুখে আনেননি।’ ভারত–চীন সমস্যার সমাধান হবে কীভাবে, এদিন সেই পথও বাতলেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। রাহুলের দাবি, দেশের অর্থনীতিকে ধ্বংস করছে প্রধানমন্ত্রীর নীতি। আর তাই চীন আগ্রাসী পদক্ষেপ করার সাহস পাচ্ছে। এ প্রসঙ্গে টুইটারে তিনি লেখেন, ‘দেশের প্রধান শক্তি অর্থনীতি, যুব সমাজ এবং শান্তিপূর্ণ সমাজ। প্রধানমন্ত্রী তাঁর ধনকুবের বন্ধুদের সহায়তা করতে গিয়ে দেশের কৃষক–শ্রমিকদের ক্ষতি করছেন। ভারতকে ফাঁপা করে দিচ্ছেন। এটা নাহলে চীন আগ্রাসী হওয়ার সাহস পেত না।’ গত কয়েক মাস ধরেই চীনের প্রতি কেন্দ্রের নীতি নিয়ে বারবার সরব হয়েছেন রাহুল। এদিনও তার ব্যতিক্রম হল না।
তামিলনাড়ুতে রয়েছেন রাহুল। সেখানকার এক অনুষ্ঠানের ভিডিও পোস্ট করেছেন তিনি। সেই জনসভাতেও কেন্দ্রের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেছেন রাহুল। তাঁর কথায়, ‘ভারতের শিল্প–বাণিজ্য যদি শক্তিশালী হত, তাহলে এ ধরণের ঘটনা ঘটত না। চীনে তখন ভারতীয় গাড়ি চলত। চীনারা ভারতীয় বিমানে চলাফেরা করতেন। কিন্তু সেটা হচ্ছে না। কারণ দেশের সরকার কৃষক–শ্রমিকদের বদলে ভারতীয় সেনাকে ব্যবহার করছে। আর কৃষক–শ্রমিকরা শক্তিশালী হলে চীনের বিরুদ্ধে সেনার প্রয়োজন পড়ত না। কারণ ভারতের ভূখণ্ডে প্রবেশ করতে চীন ভয় পেত।’