আজকাল ওয়েবডেস্ক: সন্তানের জন্ম দেওয়া যে কোনও দম্পতির কাছে আনন্দের বিষয়। নতুন সদস্যের আগমনে সুখে ভরে ওঠে সংসার। কিন্তু দুবাইয়ের এক কোটিপতি গৃহবধূ সম্প্রতি সকলকে চমকে দিয়েছেন। সমাজমাধ্যমে তিনি জানিয়েছেন, বিনামূল্যে তিনি সন্তানের জন্ম দিতে রাজি নন তিনি। স্বামীর কাছে সন্তান ধারণের জন্য ৩৩ কোটি টাকা চেয়েছিলেন ওই মহিলা। আশ্চর্যজনকভাবে, তাঁর স্বামী হাসিমুখে স্ত্রীর সেই দাবি মেনেও নিয়েছেন। শুনতে অস্বাভাবিক মনে হলেও, মালাইকা রাজা নামে ওই মহিলা তাঁর স্বামীকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, সন্তান জন্ম বিনামূল্যে হবে না, এর জন্য টাকা খরচ করতে হবে।

মূলত ব্রিটেনের বাসিন্দা মালাইকা তাঁর কোটিপতি স্বামীর সঙ্গে দুবাইতে থাকেন। ২০১৭ সালে বিয়ে করেন মালাইকা। তিনি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তাঁর বিলাসবহুল জীবনযাত্রার ছবি শেয়ার করেন। দুই সন্তানের মা, মালাইকা খোলাখুলিভাবে স্বীকার করেছেন, টাকার জন্য বিয়ে করেছিলেন এবং তাঁর স্বামীর টাকাতেই বিলাসবহুল জীবনযাপন করছেন। তিনি জানিয়েছেন, দামি পোশাক এবং জুতো সকলেকে দেখাতে পছন্দ করেন। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Malaikah Raja (@malaikahraja)