আজকাল ওয়েবডেস্ক: জনপ্রিয় ভিডিও কলিং অ্যাপ 'স্কাইপ' বন্ধ করে দিতে চলেছে বিল গেটসের সংস্থা মাইক্রোসফট। ৫ মে ২০২৫ সাল থেকে বন্ধ করে দেওয়া হবে 'স্কাইপ' পরিষেবা। এর বদলে 'মাইক্রোসফট টিমস'-এর বিনামূল্য পরিষেবা গ্রাহকদের দেবে মাইক্রোসফট। 

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, স্কাইপ-এর গ্রাহকরা তাঁদের ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করতে পারবেন। স্কাইপ-এর চ্যাট ইতিহাস, কনট্যাক্টস সব কিছু স্বয়ংক্রিয়ভাবে 'মাইক্রোসফট টিমস'-এ ট্রান্সফার হয়ে যাবে। যাঁরা 'মাইক্রোসফট টিমস' ব্যবহার করতে চান না তাঁদের সমস্ত তথ্য ট্রান্সফার করা সুবিধাও দেওয়া হবে। মাইক্রোসফটের তরফ থেকে গ্রাহকদের আশ্বাস দেওয়া হয়েছে, এই পরিবর্তনের জন্য গ্রাহকদের কোনও অসুবিধা হবে না।

?ref_src=twsrc%5Etfw">February 28, 2025

স্কাইপ বন্ধ হয়ে যাওয়ার খবরে মন খারাপ ব্যবহাকারীদের। এক্স হ্যান্ডলে একজন লিখেছেন, 'এক যুগের অবসান'। অন্য একজন লিখেছেন, 'রিপ স্কাইপ ২০০৩-২০২৫'। স্কাইপ শুধু ভিডিও কলিং অ্যাপই ছিল না, অনেকের কাছে সেটি ছিল প্রিয়জনের যোগাযোগ করা মাধ্যম।