আজকাল ওয়েবডেস্ক: শনিবার জামাই ষষ্ঠী। অনেকেরই আবার প্রথমবার। এই দিনটিতে বাড়ির জামাইদের স্নেহ–আদরে ভরিয়ে দেবেন শাশুড়িরা৷ পাশাপাশি পেটপুরে খাবার তো আছেই। তবে এখন সময় পাল্টেছে। অনেকেই এই সময় বাড়িতে রান্নার ঝক্কি পোহাতে চান না। বেছে নেন কোনও দামী রেস্তোরাঁ। কিন্তু কোথায় যাবেন, সেটা নিয়েই অনেকেই ভাবনাচিন্তা করতে থাকেন। অনেকেই হয়ত ভেবে পান না, কোন রেস্তোরাঁয় গেলে ভাল খাবার মিলবে? তাঁদের জন্য এই প্রতিবেদনে রইল কয়েকটি বিশেষ রেস্তোরাঁর কথা, যারা কিনা জামাই ষষ্ঠীতে দুর্দান্ত খাবারের অফার নিয়ে এসেছে। যেমন–আফ্রা। সল্টলেকের এই নামী রেস্তোরাঁ নিয়ে এসেছে বিশেষ অফার। এখানে থাকছে একাধিক আকর্ষণীয় পদ। দাম পড়বে জনপ্রতি ৯৯৯ টাকা। দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত মিলবে অফার।
ইষ্ট ইন্ডিয়া রুম– এখানে জনপ্রতি খরচ পড়তে পারে ১১০০ টাকা। এখানে সময় দুপুর ১২টা থেকে ৪টে পর্যন্ত এবং সন্ধ্যে সাতটা থেকে রাত ১১ টা পর্যন্ত। এছাড়া সোনার তরী এবং ক্যাপেল্লা রেস্তোরাঁতেও থাকছে আকর্ষণীয় সমস্ত খাবার।