আজকাল ওয়েবডেস্ক: কিছুদিন আগেই আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখনই কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে এখনই রেহাই পাচ্ছে না শহর কোলকাতা। এইসময়ে কিছুটা হলেও স্বস্তির আশ্বাস নিয়ে হাজির হয়েছে হোয়াটস আপ! ক্যাফে। চমক থাকছে তাদের ক্যাফের গ্রীষ্মকালীন খাদ্যতালিকায়। ডেসার্ট আর স্যালাডের পাশাপাশি মজিটো ও মকটেল এবারের নতুন সংযোজন, জানাচ্ছেন পার্টনার অনির্বান সেনগুপ্ত। তরমুজ, ফেটা স্যালাড আর তরতাজা ফলের রসের পাশাপাশি থাকছে বাকার্ডি হোয়াইট, তরমুজ, পুদিনা, বরফ আর সোডা দিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরী ‘প্রো–মজিটো’। ‘হিমজিটো’ নাম আরো একটি বিশেষ পানীয় থাকছে যেটি বাকার্ডি হোয়াইট, হিমসাগর আম, মিন্ট দিয়ে তৈরী করা হবে। এছাড়া থাকছে ‘স্পাইসি আলফনসো’ এবং ‘গুয়াভা কাঁচা লঙ্কা’। ডেসার্টে থাকছে ‘আম পান্না কোট্টা’। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাট ১২টা পর্যন্ত ক্যাফেতে সমস্ত খাবার পাওয়া যাবে।