আজকাল ওয়েবডেস্ক: দুই মদ্যপ বন্ধুর মধ্যে বচসার জেরে খুন হলেন একজন। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে রবীন্দ্র সরোবরের কাছে শরৎ বসু রোডে পোস্ট অফিসের সামনে ফুটপাথে। প্রাথমিক তদন্তে টালিগঞ্জ থানার পুলিস জানিয়েছে, মাথা থেঁতলে খুন করা হয়েছে স্থানীয় একটি খাবার দোকানের কর্মী এক যুবককে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শনিবার সন্ধ্যায় পোস্ট অফিস লাগোয়া ফুটপাথে বসে মদ্যপান করছিলেন দুই যুবক। হঠাৎ কোনও কারণে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। বচসা এতোটাই গড়ায় যে যুবককে খুন করে তাঁর বন্ধু। খবর পেয়ে টালিগঞ্জ থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের পাশেই উদ্ধার হয়েছে রক্তমাখা শিলনোড়া। সেগুলিও ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিসের প্রাথমিক অনুমান, ওই শিলনোড়া দিয়েই খুন করা হয়েছিল যুবককে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিস।