আজকাল ওয়েবডেস্ক: সাধারণতন্ত্র দিবসের আগের রাতে ঘোষণা করা হল পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। ১১৮ জন পদ্মশ্রী, ৭ জন পদ্ম বিভূষণ, ১৬ জন পদ্মভূষণ প্রাপকের নামের চূড়ান্ত তালিকা তৈরি হল। বাংলার বেশ কয়েকজন ব্যক্তিত্ব পদ্ম পুরস্কার গ্রহণ করতে চলেছেন, এঁদের মধ্যে পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের ছাত্র পণ্ডিত অজয় চক্রবর্তী ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে পদ্মভূষণ পুরস্কার পাবেন বলে জানা গেল। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রকের প্রকাশিত তালিকায় জ্বলজ্বল করছে বাংলার বিখ্যাত গায়কের নাম। এর আগে তিনি ২০১১ সালে পদ্মশ্রী সম্মানও পেয়েছিলেন। এছাড়া সঙ্গীত নাটক অ্যাকাডেমি ও সেরা কণ্ঠশিল্পীর জাতীয় পুরস্কার পেয়েছিলেন। পণ্ডিত অজয় চক্রবর্তী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় সঙ্গীতেই স্নাতক ও স্নাকোত্তর পাশ করেছিলেন। শুধু তিনি নন, তাঁর কন্যা কৌশিকী চক্রবর্তীও বাংলার গর্ব। বাবার কাছেই তিনি শিক্ষা নিয়েছেন। পণ্ডিত অজয় চক্রবর্তী গড়ে তোলা সঙ্গীত স্কুল শ্রুতিনন্দনে এখনও বহু ছেলেমেয়েকে শাস্ত্রীয় সঙ্গীতের ওপর তালিম দেন নিজে হাতে।