আজকাল ওয়েবডেস্ক: চারপাশে প্রতিদিন শিশু নিগ্রহ চলছে। পাচার চলছে। শিশুশ্রমের মতো ঘটনা তো রয়েইছে। অনেক সময়ই সুরক্ষিত আস্তানায় বসে এসব বুঝতেই পারি না আমরা। আমাদের নতুন প্রজন্মরা। এবার নতুন প্রজন্মদের এ বিষয়ে সচেতন করার ভার নিল সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল।
পাশে দাঁড়াল ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (আইজেএম), কলকাতা। আজ মহিলাদের বিরুদ্ধে হিংসারোধের আন্তর্জাতিক দিবস। সেই উপলক্ষে কলকাতার এই স্কুলে শুরু হল ‘স্টুডেন্টস জাস্টিস সেল’। সেলের ভার্চুয়াল উদ্বোধনে অংশ নেন কলকাতার যুগ্ম কমিশনার মুরলী ধর সহ আইপিএস অফিসার, স্কুলের প্রধান শিক্ষক জন বাগুল, আইজেএম–এর রিজিওনাল প্রোগ্রাম–এর ভাইস প্রেসিডেন্ট অজয় ভার্গিস।
এই সেল স্কুলের পড়ুয়াদের শিশু পাচার, নিগ্রহ, অনলাইনে শিশুদের হেনস্থা নিয়ে সচেতন করবে। প্রধান শিক্ষক জন বাগুল জানালেন, প্রান্তিক শিশুদের কী কী সমস্যার পড়তে হয়, সে সম্বন্ধেও সচেতন করা হবে স্কুল পড়ুয়াদের।