আজকাল ওয়েবডেস্ক: রবিবার সকাল থেকেই কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। শনিবার কলকাতার উপর দিয়ে প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। তার জেরে কাঁকুরগাছি, নারকেলডাঙা, হেস্টিংস সহ বহু অঞ্চলে উপড়ে গিয়েছে গাছ।
বিচালি ঘাটে রবিবার সব ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কাঁকুগাছিতে ভোররাত দুটো নাগাদ বড় একটি গাছ উপড়ে রাস্তার পাশের রেলিং ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফুটপাথ। হেলে পড়েছে বিদ্যুতের খুঁটি। খবর পেয়ে ভোররাতেই ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে রাস্তা সাফাইয়ের কাজ শুরু করেন কলকাতা পুরসভার কর্মীরা।
হেস্টিংস থানা এলাকার স্ট্র্যান্ড রোড–এজেসি বোস রোডের সংযোগস্থলে রাতভর বৃষ্টিতে জল জমে যান চলাচল ধীরগতিতে করছে। হাওড়া, টিকিয়াপাড়াতেও কারশেডে জল জমে ট্রেন চলাচল বিঘ্নিত।
ছবি: এএনআই