আজকাল ওয়েবডেস্ক: ভুয়ো ভোটেই তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হেরে গিয়েছেন বলে লাগাতার মিথ্যা দাবি করে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবং ফেসবুক আর টুইটার তাঁর সেই দাবিগুলিকে ক্রমাগত অপটুভাবে ব্যবহার করে ভুল তথ্য দিয়ে গিয়েছে। শুক্রবার সংগঠনের ২০তম প্রতিষ্ঠা দিবসে এই অভিযোগ করলেন উইকিপেডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস্।
গত ছয় তারিখ ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের জেরে ট্রাম্পের অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে টুইটার এবং ফেসবুক। ওয়েলস্–এর মতে, ক্যাপিটলের ঘটনার ১০০ শতাংশ দায় ট্রাম্পের নিশ্চয়ই। কিন্তু ফেসবুক এবং টুইটারও সেই দায় এড়াতে পারে না। কারণ প্রেসিডেন্টের মসনদ ছাড়তে নারাজ ট্রাম্প ক্রমাগত মিথ্যা দাবি এবং ভুল অভিযোগ করে চলেছিলেন এবং তাঁর সেই উক্তি এই দুটি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে ঘুরছিল যা মানুষকে উস্কানি দিয়েছে ওই ধরনের কাণ্ড ঘটাতে। ২০০৩ সালে উইকিপেডিয়া অলাভজনক ওয়েবসাইট হয়ে যায়। ওয়েলস্ বলছেন, তাঁদের সেই সিদ্ধান্তই সম্ভবত লাভজনক হয়েছে উইকিপেডিয়ার পক্ষে। কারণ ফেসবুক এবং টুইটার এখন যে পরিষেবা সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে, উইকিপেডিয়াকে সেই সমস্যার মুখোমুখি হতে হয়নি।