আজকাল ওয়েবডেস্ক: মাঠে তখন ৩৮৯ রানের পাহাড় তৈরি করেছে অস্ট্রেলিয় ক্রিকেট দল। সেই রান তাড়া করতে গিয়ে প্রায় কালঘাম ছুটছে ভারতীয় ক্রিকেটারদের। কখনও মনে হচ্ছে, এই বুঝি আশা আছে। কখনও আবার একপেশে হয়ে যাচ্ছে। গ্যালারিতে তখন কিন্তু টানটান উত্তেজনা।
খুশির হাওয়া বইছে। এক ভারতীয় সমর্থক তখন পা মুড়ে বসে পড়েছেন অস্ট্রেলিয় বান্ধবীর সামনে। দু’জনের গায়ে দুই দেশের জার্সি। আঙটি দিয়ে প্রেম প্রস্তাব দিচ্ছেন যুবক। মাঠে ভারত হারলেও গ্যালারিতে সেই ভারতীয় সমর্থক কিন্তু জিতে গিয়েছেন। তাঁর প্রেম প্রস্তাবে সায় দিয়েছেন অস্ট্রেলিয় তরুণী।
তার পর পরস্পরকে জড়িয়ে ধরে চুম্বন। সেই দৃশ্য দেখে গোটা মাঠ হাততালি দিয়ে ওঠে। হাততালি দিলেন অস্ট্রেলিয় ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলও। সেই ভিডিও নিমেষে ভাইরাল।
Was this the riskiest play of the night? 💍
— cricket.com.au (@cricketcomau) November 29, 2020
She said yes - and that's got @GMaxi_32's approval! 👏 #AUSvIND pic.twitter.com/7vM8jyJ305