আজকাল ওয়েবডেস্ক: যে দেশে শুরু হয়েছিল করোনাভাইরাস, সেই চীনই এবার তার ওষুধ তৈরি করছে বলে দাবি করল। চীনের একটি ল্যাবে তৈরি হওয়া ওই নতুন ওষুধ পেকিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা পরীক্ষা করেছেন পশুদের উপর। এবং পরীক্ষা সম্পূর্ণ সফল হয়েছে বলে দাবি করেছেন তাঁরা। বিজ্ঞানীদের দাবি, সংক্রমিতরা শুধু দ্রুত সুস্থ হয়ে উঠছেনই নয, ভাইরাস থেকে স্বল্পস্থায়ী প্রতিষেধক ক্ষমতাও তৈরি হচ্ছে ওই নতুন ওষুধে। বিশ্ববিদ্যালয়ের বেজিং অ্যাডভান্সড ইনোভেশন সেন্টার ফর জেনোমিক্সের ডিরেক্টর সানি শাই বলছেন, ‘সংক্রমিত ইঁদুরদের শরীরে ওই নিউট্রালাইজিং অ্যান্টিবডি দেওয়া হয়। তার পাঁচ দিন পর ভাইরাস ২৫০০বার বেশি কমেছে। যারঅর্থ এই ওষুধের থেরাপেটিক প্রভাব আছে।’
ওই ওষুধে সুস্থ হওয়া রোগীদের শরীরের ইমিউন সিস্টেম থেকে তৈরি হওয়া নিউট্রালাইজিং অ্যান্টিবডি ব্যবহৃত হয়েছে। তাঁদের দলের সবাই রাতদিন অ্যান্টিবডির খোঁজ করছেন বলে জানালেন শাই। বিজ্ঞান পত্রিকা ‘সেল’–এ রবিবারই প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়, অ্যান্টিবডি ব্যবহার করলে রোগ সারছে তাড়াতাড়ি এবং সুস্থতার হারও বাড়ছে। যদিও এটা এখনও সর্বত্র পরীক্ষিত হয়নি। তাই এখনই এনিয়ে আশাবাদী হতে নারাজ বিজ্ঞানী মহল।