‘নিসর্গ’ পরবর্তী মহারাষ্ট্রের ছবি
আলিবাগের ওপর দিয়ে ১০২ কিমি বেগে তাণ্ডব চালাল দিল ঘূর্ণিঝড় ‘নিসর্গ’। তবে মুম্বই যখন পৌঁছয়, ততক্ষণে শক্তিক্ষয় হয়ে অনেকটাই শান্ত হয়ে গিয়েছিল। কিন্তু অবিরাম ঝড় আর বৃষ্টি চলেছে মুম্বই ও পুনেতে। জলমগ্ন হয়েছে পুনের অধিকাংশ। সব মিলিয়ে গোটা মহারাষ্ট্রে ঘণ্টায় ৯০ থেকে ১২০ কিমি পর্যন্ত গতিবেগ ছিল। দেখে নিন, ‘নিসর্গ’ পরবর্তী মহারাষ্ট্রের ছবি।