আকাশ আটে শুরু হল ‘শ্রী গুরবে নমহ্’
আকাশ আট চ্যানেলে শুরু হচ্ছে ‘শ্রী গুরুবে নমহ্’। ১৬ জানুয়ারি থেকে সোম থেকে শনিবার সন্ধ্যা সাড়ে ছটা থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। এই অনুষ্ঠানে অতীতের নানা ধর্মগুরুদের বানী ও দেখানো পথ নিয়ে ধারাবাহিক কাহিনী দেখতে পাবেন দর্শকরা।