আজকাল ওয়েবডেস্ক: স্বামী-স্ত্রী সম্পর্কে হাস্যরসাত্মক ভিডিওগুলি প্রায়ই অনলাইনে জনপ্রিয় হয়। স্বামীরা প্রায়ই ঠাট্টা করে তাঁদের স্ত্রীর মানসিক শান্তি ও সুখ নষ্ট করেছে। কিছু ভিডিওতে দেখা যায় যে স্ত্রীরা যখন তাদের বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বলে তখন স্বামীরা আনন্দিত হন। তবে, স্বামী-স্ত্রীর এই ভাইরাল ভিডিওটি আপনাকে অবাক করে দিতে পারে।
এই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি সোফায় বসে তাঁর ল্যাপটপে কাজ করছেন। তাঁর স্ত্রী তাঁর সামনে তোয়ালে পরে দাঁড়িয়ে আছেন। প্রথমে মনে হচ্ছে এটি একটি রোমান্টিক দৃশ্য, কারণ স্ত্রীকে দেখে স্বামীর মুখের ভাব বদলে যায়। কিন্তু সত্যিটা শীঘ্রই সামনে আসে।
এই মজাদার ভিডিওটি ইনস্টাগ্রামে তনু অমিত নামের একটি প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে। মনে করা হচ্ছে, মহিলার নাম তনু এবং তাঁর স্বামীর নাম অমিত। অমিতকে তাঁর ল্যাপটপে কাজ করতে দেখা যাচ্ছে, কিন্তু তার স্ত্রী দ্রুত তাঁর মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয়। সে একটি তোয়ালে পরে তাঁর দিকে এগিয়ে যায়, যা দর্শকদের বিশ্বাস করতে বাধ্য করে যে একটি রোমান্টিক মুহূর্ত শুরু হতে চলেছে। ঠিক তখনই তনু এমন কিছু প্রকাশ করেন যা অমিতকে তৎক্ষণাৎ তাঁর ল্যাপটপ নামিয়ে রেখে উঠে দাঁড়াতে বাধ্য করে।
