আজকাল ওয়েবডেস্ক:‌ গুজরাটের কাছে হেরে পয়েন্ট টেবিলে তিন থেকে চারে নেমে গেছে মুম্বই ইন্ডিয়ান্স। পয়েন্ট ১২ ম্যাচে ১৪। আর গুজরাট ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চলে গিয়েছে শীর্ষে। আইপিএল যত শেষের দিকে এগোচ্ছে তত উত্তেজনা বাড়ছে।


এই নিয়ে পাঁচ ম্যাচ হারল মুম্বই। হাতে আর দুটি ম্যাচ। এই জায়গা থেকে প্লে অফে যেতে হলে নিজেদের সেরাটা দিতে হবে। জয়ে ফিরতে হবে। জয় চাই দুটি ম্যাচেই। আইপিএলে অন্তত ১৬ পয়েন্ট পেলে প্লে অফ নিশ্চিত ধরা হয়। নেট রান রেট মুম্বইয়ের বেশ ভাল। আর তাই বাকি দুটি ম্যাচের মধ্যে একটি জিতলেই প্লে অফে চলে যেতে পারে মুম্বই। তাদের খেলা বাকি পাঞ্জাব ও দিল্লির বিরুদ্ধে। শেষ ম্যাচ দিল্লির বিরুদ্ধে হবে ওয়াংখেড়েতে।


আর দুটি ম্যাচ জিতলে নিশ্চিতভাবেই মুম্বই চলে যাবে প্লে অফে। থাকবে প্রথম দুই দলের মধ্যে। কিন্তু দুটি ম্যাচই হারলে প্লে অফের রাস্তা হবে কঠিন। সেক্ষেত্রে নেট রান রেট ছাড়াও বাকি ম্যাচের ফলের উপর নির্ভর করতে হবে।


মঙ্গলবার ওয়াংখেড়েতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে গুজরাট তিন উইকেটে হারায় মুম্বই ইন্ডিয়ান্সকে। ম্যাচের সেরা হন গুজরাট অধিনায়ক শুভমান গিল। 


এটা ঘটনা মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল শুরুটা এবার ভাল হয়নি। কিন্তু পরপর কয়েকটি ম্যাচ জিতে মুম্বই জায়গা পোক্ত করে ফেলেছিল। কিন্তু ফের দুটি ম্যাচ হেরে কাজটা কিছুটা কঠিন করে ফেললেন হার্দিকরা।