আজকাল ওয়েবডেস্ক: এক মাসের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি পুনরায় চালু করার কথা ছিল। কিন্তু করোনার কারণে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত সেই সময়সীমা পিছিয়ে দিল সিকিম সরকার।
সেরাজ্যে ১ জুলাই থেকে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার জানানো হয়েছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের তালা এখনই খোলা হবে না। অবস্থা বুঝে এবছর আগস্টের প্রথম সপ্তাহে চালু হতে পারে। শুক্রবার সরকারি আধিকারিকেরা জানালেন, এদিন রাজ্যের টাস্ক ফোর্সের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তমাং। আধিকারিকেরা বললেন, ‘সিকিমে করোনার সংক্রমণ বাড়ছে। সেরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক’দিনের মধ্যেই ৬৩–তে পৌঁছে গিয়েছে। সেকারণে রাজ্যে শিক্ষপ্রতিষ্ঠান খোলার আগে প্রচুর সুরক্ষামূলক পদক্ষেপ নিতে হবে। এছাড়া ইউজিসি এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনেই এরাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে।’
ইতিমধ্যে সিবিএসই জানিয়েছে, ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে দ্বাদশ ও দশম শ্রেণীর পরীক্ষাগুলি নেওয়া হবে। সংক্রমণ রুখতে রাজের একাধিক স্কুলে পরীক্ষার কেন্দ্র করা হচ্ছে।