আজকাল ওয়েবডেস্ক: বাংলায় পুরস্কৃত রতন টাটা। প্রথমবার ডক্টর অফ সায়েন্স (ডি.এসসি) সম্মান পাচ্ছেন তিনি। সৌজন্যে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। এই প্রথম কোনও বিশ্ববিদ্যালয়ের দেওয়া সাম্মানিক ডক্টর উপাধি নিতে রাজি হয়েছেন রতন টাটা। একুশে মে, মঙ্গলবার সকালে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের বারাসাত ক্যাম্পাস-এ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মান তুলে দেবেন পদ্মবিভূষণ এবং ইনফোসিসের অন্যতম প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি। রতন টাটার সঙ্গে ডক্টর অফ সায়েন্স (ডি.এসসি) সম্মান পাচ্ছেন আরও দুজন। ডক্টর পূর্ণেন্দু চ্যাটার্জী ও ডক্টর পার্থ ঘোষ। এছাড়া ডিলিট পাচ্ছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। অনুষ্ঠানের প্রধান অতিথিনারায়ণমুরথি। বিশিষ্ট অতিথি হিসেবে থাকছেন টাটা স্টিল-এর ম্যানেজিংডিরেক্টর টি ভি নরেন্দ্রনও। মঙ্গলবারের অনুষ্ঠানকে কেন্দ্র করে তাই সাজসাজ রব বারাসাতের অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে। তৎপরতা তুঙ্গে। আসলে বাংলায় একসঙ্গে এতজন নক্ষত্রদের নিয়ে এত বড় সমাবেশ সাম্প্রতিক কালে হয়েছে বলে মনে করা যাচ্ছে না। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের জন্যেও এটি একটি নজিরবিহীন ঐতিহাসিক দিন হতে চলেছে। মঙ্গলবার অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমবর্তন অনুষ্ঠানে ১২৭ জন ছাত্র-ছাত্রীর হাতে ডিগ্রি প্রদান করা হবে।