বিনোদনের প্রতিবেদন: বহুদিন পর আবার কলকাতায় আসছেন তীজন বাঈ। পূর্ব পশ্চিম আয়োজিত দশম নাট্য উৎসবে মঞ্চস্থ হবে তাঁর অভিনয় সমৃদ্ধ নাটক ‘পাণ্ডবানী’, আগামী কাল রবিবার। এই নাটক দিয়েই শুরু হবে পূর্ব পশ্চিম আয়োজিত দশম নাট্য উৎসব। রবীন্দ্রসদনে উৎসবের উদ্বোধনে থাকবেন দুই মন্ত্রী সাধন পাণ্ডে, ইন্দ্রনীল সেন, মন্ত্রী ও নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু, বিশ্বভারতীর উপাচার্য সবুজকলি সেন, নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদার ও মণীশ মিত্র। রবীন্দ্রসঙ্গীত গাইবেন তিলোত্তমা মজুমদার। পরের দিন ১০ সেপ্টেম্বর, পীযূষ গাঙ্গুলি মেমোরিয়াল ওয়ার্কশপে আসছেন তীজন বাঈ। থাকবেন মণীশ মিত্রও। প্রদান করা হবে রমাপ্রসাদ বণিক স্মারক পুরস্কার। মঞ্চস্থ হবে পাঁচটি নাটক—কালিন্দী ব্রাত্যজনের ‘ওঃ স্বপ্ন’ ও ‘ভোম্বল সর্দার’ এবং পূর্ব পশ্চিম প্রযোজিত ‘পটলবাবু ফিল্ম স্টার’, ‘এক মঞ্চ এক জীবন’ ও ‘অথৈ জল’। প্রদর্শিত হবে ওড়িশার গুটিপোয়া নাচ। এই উৎসব চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।